জেলা বি এন পি স্বাস্থ্য- বিষয়ক সম্পাদক এর বিবাহ সম্পন্ন।

সিলেট জেলা বি এন পি স্বাস্থ্য- বিষয়ক সম্পাদক  আ ফ ম কামাল এর বিবাহ সম্পন্ন।

সিটি টিভি নিউজ,
১৯/০১/২০১৮

"সিলেট প্রতিনিধি"

সিলেট জেলা বি এন পি স্বাস্থ্য- বিষয়ক সম্পাদক আ ফ ম এর বিবাহ সম্পন্ন।

আজ সিলেট শহরের লংতুরাই চাইনিজ পার্টি সেন্টারে বিবাহ অনুস্টিত হয়।

বিবাহ অনুস্টানে উপস্থিতি ছিলেন সিলেট ১ অাসনের আগামীদিনের কান্ডারী খন্দকার আব্দুল মুক্তাদির,কেন্দ্রীয় বিএনপি'র কার্য নির্বাহী সদস্য,সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী,কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি জনাব কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপি'র কার্য নির্বাহী সদস্য,সিলেট জেলা বিএনপি'র সম্মানিত সভাপতি জনাব আবুল কাহের চৌধুরী শামীম,কেন্দ্রীয় বিএনপি'র কার্য নির্বাহী  সদস্য,ছাতক উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপি'র সম্মানিত সভাপতি জনাব নাসিম হোসাইন,সিলেট জেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ, সিলেট মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আজমল বক্ত সাদেক,যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব ফয়ছল আহমদ চৌধুরী,সিলেট জেলা বিএনপি'র সম্মানিত সহ-সভাপতি,সাবেক চেয়ারম্যান জনাব শাহ-জামাল নুরুল হুদা,সিলেট জেলা বিএনপি'র সম্মানিত সহ-সভাপতি জনাব এ কে এম তারেক কালাম,সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,সিলেট জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,সিলেট জেলা বিএনপি'র সম্মানিত উপদেস্টা,৬নং টুকের বাজার ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব শহিদ আহমদ, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস এম আলী আহমদ,প্রমুখ 

অন্যান্য দের মধ্যে ছিলেন
সাংবাদিক,রাজনিতীবিদ,শিক্ষাবিদ ও ভিবিন্ন মহলের গুনিজন।

সংগ্রামী এই ছাত্র নেতা  দির্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বি এন পি ছাত্র সংঘটন  ছাত্রদল এর  রাজনীতি ও আন্দোলনের ব্যাস্ততার মধ্যেদিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আ ফ ম কামাল ছাত্র রাজনিতীতে ছিলেন খুব পারদর্শী ও ত্যাগী,ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ কলেজ থেকে শুরু হওয়া ছাত্র রাজনীতি অংজ্ঞনে বয়ে এনেছেন সুনাম ও খ্যাতি।

পরবর্তিতে নির্বাচিত হন সিলেট ল কলেজের  জি এস ও সিলেট জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক,গত বছর সিলেট জেলা বি এন পি স্বাস্থ্য- বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।

আ ফ ম কামাল এর জন্ম সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলীনগর পালপুর গ্রামের সম্রান্ত এক মুসলিম পরিবারে,ভাইদের মধ্যে তিনি সবার ছোট

ছোট থেকেই কামাল ছিলেন খুব মেধাবী ও রাজনিতীর পাগল,
আজ সেই কামাল সিলেট রাজনিতী অংগনের খুব পরিচিত একটি মুখ।


সিটি টিভি নিউজ পরিবার এর পক্ষ থেকে আপনার সুন্দর ও সুখি জীবন কামনা করছি।

শেয়ার লাইক কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.