সিটি টিভি খবর. তাজুল ইসলাম।
ভারতের অধিকৃত কাশ্মীরে যেনো আর কোনো লাশ না পড়ে সে আহবান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
আজ (২ মে) ভারত সফরত তুর্কি এরদোয়ান সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
এরদোয়ান বলেন, আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিৎ। এ সময় তিনি ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে বসার আহবান জানান এ সময় তিনি আরও জানান, তার দেশ এবং তিনি ব্যক্তিগতভাবে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।
‘কাশ্মীরের সাধারণ মানুষের দাবী ও অধিকার অস্বীকার করে কাশ্মীর সমস্যার কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়’ বলে তিনি মন্তব্য করেন।