ডেস্ক রিপোর্ট, সিটি টিভি নিউজ
০২/০৬/২০১৭
বিশ্বের সংগীতাঙ্গনে ইসলামী গান পরিবেশন করে সুনাম অর্জন করেছেন তরুণ নাশিদ শিল্পী ইকবাল হোসাইন জীবন। আধুনিক ধারা ও ইসলামী সঙ্গীতের সংমিশ্রণে তিনি আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় এসেছেন। গানের প্রতি এক গভীর ভালোবাসা থেকেই তিনি এই পেশায় প্রবেশ করেন, এবং বর্তমানে 'ইকবাল এইচ জে' নামে জনপ্রিয়তা লাভ করেছেন।
ইকবাল হোসাইন জীবন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স এবং ইংল্যান্ডের এনজেলিয়া রাসকিন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। সঙ্গীতাঙ্গনের অসুস্থ পরিবেশ দেখে তিনি ২০১৩ সাল থেকে রিলিজিয়াস থিমে গান শুরু করেন।
ইকবালের সর্বশেষ এ্যালবাম 'মেইক মি ইউর ফ্রেন্ড' এর 'হাসবি রাব্বি' গানটি ইউটিউবে ৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে, যা ইসলামী সঙ্গীতাঙ্গনে একটি বিরল রেকর্ড। এছাড়া, 'লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক', 'হতাশা', 'প্রভু', 'ওয়াইফ' এবং অ্যালবামের অন্যান্য গানও ব্যাপক সাড়া ফেলেছে, প্রতিটি গানই মিলিয়ন ভিউ পেয়েছে।
এ শিল্পী শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ডসহ অনেক দেশে সফল কনসার্ট করেছেন। বিশেষভাবে, 'ইকনা' কনভেনশনে ৪০ হাজার দর্শকের মন জয় করে তিনি ২০১৬ সালে 'এয়ারেজার বেস্ট নাশিদ আর্টিস্ট' পুরস্কার জিতেছেন।
ইকবাল হোসাইন জীবন বর্তমানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কনসার্টের জন্য আমন্ত্রণ পাচ্ছেন। তার অধিকাংশ গানের সুরকার এ সময়ের সাড়া জাগানো মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল।
এ শিল্পীর কনসার্টগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং তাঁর সঙ্গীতের ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশসহ বিশ্বব্যাপী ইসলামী সঙ্গীতের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।