ভিন্নধর্মী মিউজিক্যাল গান গাইলেন সিলেটী কণ্ঠশিল্পী Shalin Ahmed।

ভিন্নধর্মী মিউজিক্যাল গান গাইলেন সিলেটী  কণ্ঠশিল্পী Shalin Ahmed  

Ssw/০৬/২০১৭/সিটি টিভি নিউজ

মাহে রমজান উপলক্ষে বাংলাদেশে এই প্রথম ভিন্নধর্মী মিউজিক্যাল গান গাইলেন কণ্ঠশিল্পী শালীন আহমদ।









আন্তর্জাতিক মানের এই মিউজিক্যাল গানের শ্যুটিং সম্প্রতি শেষ হয়। শিল্পী জানান, ‘মিউজিক্যাল গানের ভিডিওগুলো রমজানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

https://youtu.be/0-He3KxEGHs


http://www.ittefaq.com.bd/entertainment/2017/06/21/118139.html






গানগুলো পরিচালনা করেছেন আবিদ হাসান ও শাদ শাহ, কম্পোজ ও মিউজিক ডিরেকশনে ছিলেন পারভেজ জুয়েল। ‘এক্স গ্রাফিকস প্রোডাকশন’ থেকে নির্মিত হচ্ছে গানগুলো। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে ভিন্নধর্মী এই আয়োজন।’ 

https://youtu.be/0-He3KxEGHs

১৯৮৯ খৃষ্টাব্দে হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে শিল্পী শালীনের জন্ম। ১৯৯৮ সালে গানের ভুবনে প্রবেশ করেন স্থানীয় একটি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে ২০০৬ সালে বৈশাখী টেলিভিশনের পদ্মকুড়িতে নজরুল সঙ্গীতে অর্জন করেন জাতীয় পুরস্কার। এছাড়া এটিএন বাংলা আয়োজিত রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে সফলতার সাক্ষর রাখেন তরুণ এই শিল্পী। ইসলামী ফাউন্ডেশনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন ২০০৭ সালে। ২০১৩ সালে এনটিভির গাহি সাম্যের গানে অংশ নিয়ে সিলেট বিভাগে ১ম ও সারা দেশে ৪২ জনকে টপকে টপ ফাইভে জায়গা করে নেন। ওস্তাদ আজাদ রহমান, ফরিদা পারভীন এবং হায়দার হোসেনের কাছ থেকে প্রশংসায় সিক্ত হন তখন।

http://www.newschamber24.com/?p=27908

শালীনের ওস্তাদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন খান। তাঁর কাছ থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে শিক্ষা লাভ করেন তিনি।  বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিয়ে প্রতিভার সাক্ষর রাখেন সিলেটের এই তরুণ। তিনি বর্তমানে সুফী গান নিয়ে গবেষণা করছেন।

http://sylheterdak.com.bd/details.php?id=8906

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.