সিলেটী কণ্ঠশিল্পী শালীন আহমদের ভিন্নধর্মী মিউজিক্যাল গান


মাহে রমজান উপলক্ষে বাংলাদেশে এই প্রথম ভিন্নধর্মী মিউজিক্যাল গান গাইলেন সিলেটের প্রতিভাবান কণ্ঠশিল্পী শালীন আহমদ।

সম্প্রতি আন্তর্জাতিক মানের এই মিউজিক্যাল গানের শুটিং শেষ হয়েছে। শিল্পী শালীন আহমদ জানান, রমজানে বিভিন্ন টিভি চ্যানেলে গানগুলোর ভিডিও সম্প্রচার করা হবে। গানগুলোর পরিচালনায় ছিলেন আবিদ হাসান ও শাদ শাহ, কম্পোজ ও মিউজিক ডিরেকশনে ছিলেন পারভেজ জুয়েল। গানগুলো ‘এক্স গ্রাফিকস প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যতিক্রমী আয়োজন দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

ভিডিও লিংক: দেখুন এখানে

শিল্পী শালীন আহমদের সংগীতযাত্রা

১৯৮৯ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন শালীন আহমদ। সংগীতের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই। ১৯৯৮ সালে স্থানীয় এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন।

এরপর একের পর এক সাফল্য—

  • ২০০৬ সালে বৈশাখী টেলিভিশনের ‘পদ্মকুঁড়ি’তে নজরুল সংগীতে জাতীয় পুরস্কার অর্জন
  • এটিএন বাংলার রিয়েলিটি শোতে প্রশংসনীয় সাফল্য
  • ২০০৭ সালে ইসলামী ফাউন্ডেশনের নজরুল সংগীত প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার
  • ২০১৩ সালে এনটিভির ‘গাহি সাম্যের গান’ প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম স্থান ও দেশজুড়ে টপ ফাইভে অবস্থান

শালীন আহমদ সংগীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার কঠোর পরিশ্রম, প্রতিভা ও দর্শকের ভালোবাসায়। তার ওস্তাদ ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন খান। বর্তমানে তিনি সুফী সংগীত নিয়ে গবেষণায় ব্যস্ত এবং সংগীত জগতে নতুনত্ব আনতে কাজ করে যাচ্ছেন।

সংগীতপ্রেমীদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতা।

বিস্তারিত পড়ুন:

নবীনতর পূর্বতন