বাংলাদেশ ডিভি পুলিশ এর ৭ কর্মকর্তা মুক্তিপণের ১৭ লাখ টাকা সহ গ্রেফতার হয়েছে সেনাবাহিনী এর হাতে

বাংলাদেশ ডিভি পুলিশ এর ৭ কর্মকর্তা মুক্তিপণের ১৭ লাখ টাকা সহ গ্রেফতার হয়েছে সেনাবাহিনী এর হাতে।

সিটি টিভি নিউজ "
২৫/১০/২০১৭

টেকনাফে সেনাবাহিনীর হাতে ১৭ লাখ টাকাসহ ডিবির ৭ সদস্য আটক I ‎

টেকনাফে এক এক্সপোর্ট ব্যবসায়ী কে জিম্মি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে ফেরার সময় সেনা বাহিনীর হাতে গোয়েন্দা পুলিশের সাতজন সদস্য আটক হয়েছেন।

টেকনাফের মেরিনড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে।

সেনা বাহিনীর অভিযানের সময় পুলিশের এক উপ-পরিদর্শক গাড়ির গ্লাস ভেঙ্গে পালিয়ে যান।

এ সময় সেনা সদস্যরা গাড়িতে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ তাদেরকে আটক করেন।

টেকনাফের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাজিম ৭ ডিবি পুলিশকে ১৭ লাখ টাকাসহ আটকের সত্যতা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

জনসাধারণ জানতে চায় সরকার এর কাছে--------?

১.বর্তমান সরকার সময়ের হত্যা কি তারাই করেছে।
২.পুলিশ জনসাধারণ রক্ষক হয়ে কেন ভক্ষকের ভূমিকা পালণ করছে,
৩.একের পর এক অপরাধ এর সাথে পুলিশ যোগ দিচ্ছে কেন।
৪.বাংলাদেশ এর সকল হত্যা ঘুম কি ডিবিপুলিশ করছে।
৫.বিরুদলের নেতা কর্মিদের সাদা পোশাক দারী ডিভি পুলিশ গ্রেফতার করে ঘুম করছে।
৬.পুলিশ কেন এত হিংস প্রানির মত হয়েছে।
৭.পুলিশ এই ভূমিকায় কি সরকারে ইন্দন আছে।

দেশ এর প্রতি মানুষ জানে এই দেশ এর মানুষ কিছু অসাধু  পুলিশ  এর কাছে নিরাপদ না,
দেশ ভিবিন্ন অঞ্চলে ঘটছে হত্যা ঘুম খুন চিন্তাই ধর্ষন এর মত হিংস্র অপরাধ।
মানবতা বাদী লেখক সংবাদ মাধ্যম বার বার আলোচনা আসলে ও বাস্তব রুপ এখন চেঞ্জ হয় না।

আসুন এই ধরনের অপরাধ এর বিরুদ্ধে আমরা জাগি অন্যকে জাগাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.