মাদ্রাসা মাঠে গণশৌচাগার বিক্ষুব্ধ ছাত্রজনতা
মাদ্রাসা মাঠে গণশৌচাগার বিক্ষুব্ধ ছাত্র জনতা
সিটি টিভি নিউজ,
২০/১২/২০১৭
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে গণশৌচাগার নির্মানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছেন ছাত্রজনতা।
গত মাস থেকে সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীট সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দেয়াল ভেঙে গণশৌচাগার নির্মাণের কাজ শুরু হয়েছে।
সিটি কর্পোরেশন এই ধরণ এর উদ্যোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা মাদ্রাসার সীমানা দেয়াল ভেঙে মাদ্রাসার জায়গায় নির্মাণাধীন গণশৌচাগার সম্মুখের চৌহাট্টা-আম্বরখানা সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীদের প্রায় ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ কর্মসূচীতে চৌহাট্টা-আম্বরখানা সড়কে কার্যত বন্ধ হয়ে যায়।যান চলাচল বন্ধ হয়ে যাওয়া সড়কের বিকল্প না থাকায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ জনগন।
আন্দোলনরত মাদ্রাসা শিক্ষার্থীরা বলেন, দ্বীনি শিক্ষা দেয়া ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের জায়গা দখল করে শৌচাগার করছে সিসিক।
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাদ্রাসার অভ্যন্তরে পাবলিক টয়লেট নির্মান করতে দেয়া হবে না।
অবিলম্বে শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাদ্রাসার দেয়াল ভেঙে গণশৌচাগার নির্মাণ থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মাদ্রাসার দেয়াল ভেঙে গণশৌচাগার নির্মাণ অব্যাহত রাখার চেষ্টা করলে সিলেটের ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন ডাক দেয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান বলেছেন, সিসিকের এই উদ্যোগ ধর্মীয় অবমাননার শামিল।
অনতিবিলম্বে অন্য কোথাও গণশৌচাগার স্থাপন করে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজার রাখার জোর দাবী জানাচ্ছি।
জানা গেছে, ওয়াটার এইড নামে একটি এনজিওর সহায়তায় সিভিল সার্জন ও মাদ্রাসার অভ্যন্তরে পাবলিক টয়লেট নির্মাণের করছে সিলেট সিটি কর্পোরেশন।
উল্ল্যেখ্য, গত নভেম্বর মাসে মাদ্রাসার দেয়াল ভেঙে পাবলিক টয়লেট নির্মাণের চেষ্টা চালালে শিক্ষার্থীদের বাধার মুখে কাজটি বন্ধ হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা মাদ্রাসা অধ্যক্ষ বরাবর স্বারকলিপি ও ভবিষ্যতে একাজ বন্ধে ব্যাপক গণসংযোগ করে মাদ্রাসা শিক্ষার্থীরা।
এরপর গত ১৪ই ডিসেস্বর সকালে পুলিশি পাহারায় আবারও কাজ শুরু করে সিসিক কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই