ঈদের দিনে অশ্রুসিক্ত নয়নে রাজপথে শিক্ষকরা

ডেস্ক রিপোর্ট, সিটি টিভি নিউজ বিডি
১৬/০৬/২০১৮

ঈদ মুসলিমদের জন্য একটি আনন্দের উৎসব হলেও, নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এবারের ঈদকে কাটিয়েছেন অশ্রুসিক্ত নয়নে, পরিবার থেকে দূরে রাজপথে। শনিবার ঈদের দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের নামাজ আদায় করেন তারা। এরপর একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কিন্তু ঈদের আনন্দ কাটিয়ে তাঁরা বের করেন এক ভুখা মিছিল। মিছিলে তাদের ব্যানারে লেখা ছিল, ‘বিনা বেতনে কষ্টের ঈদে ভুখা মিছিল’। শিক্ষকরা অভিযোগ করেন, “আমরা বেতন-ভাতার জন্য পরিবার ছেড়ে রাজপথে নামছি। ঈদের দিনেও পরিবারের সঙ্গে থাকতে পারছি না। শিক্ষকতা করে কি আমরা অপরাধ করছি?”

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান বলেন, “দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজ সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঈদের নামাজ আদায় করি। আমরা মিষ্টিমুখও করিনি।”

আন্দোলনকারীরা জানালেন, প্রায় ১ হাজার শিক্ষক এখনও ঢাকায় অবস্থান করছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় জানান, “শিক্ষকরা ঈদ উদযাপন করার অবস্থায় নেই। তাই ঈদের জন্য ভুখা মিছিলের কর্মসূচি দেয়া হয়েছে।” তারা গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার যে আশ্বাস দেয়া হয়েছিল, সেটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নবীনতর পূর্বতন