দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে – মাওলানা হাবিবুর রহমান
সিলেট প্রতিনিধি ॥
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে গতকাল এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-১ (নগর ও সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতি ও অন্যায়-অনাচার সমাজকে পঙ্গু করে দিয়েছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তবে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। মানুষের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই আমার অঙ্গীকার।”
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মুত্তালিব (সফির মুল্লা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি ও জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমেদ রাজু, সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি ফখরুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ সমর আলী, সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ ওমর ফারুক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আজিজুল ইসলাম ফোরক্বানী ও ১ নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম মানিক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুরব্বী আব্দুল কাইয়ূম, সাজিদুর রহমান, আব্দুল হেকিম, হুশিয়ার আলী, আব্দুল গনি, শানুর ইসলাম, আব্দুল হামিদ, সুরাব আলী, জামাল আহমদ, সিদ্দেক আহমদ, আল আমিন, সাইদুর রহমান, আব্দুল মজিদ, সুরুজ আলী, আব্দুল হক, শহিদুর রহমান, সাব উদ্দিন, জুনাইদ, নিজাম, আব্দুল্লাহ, কয়ছর আমিন,আফজল হোসেন, আয়মান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন হাফিজ রাইয়ান আহমদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা মোঃ ওমর ফারুক।
এর আগে মাওলানা হাবিবুর রহমান আলীনগর পালপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক ও স্থানীয় মুরব্বীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।