Education minister has lost defeat to the reality,বাস্তবতার কাছে পরাজয় মানলেন শিক্ষা মন্ত্রী

শিক্ষা অধিদফতর এর কর্মকর্তা ও কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেওয়া পরামর্শ দিয়েছেন
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সিটি টিভি নিউজ"২৭/১২/২০১৭

শিক্ষা অধিদফতর এর কর্মকর্তা ও কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেওয়া পরামর্শ দিয়েছেন
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

https://youtu.be/hr8u07pXpcA


শিক্ষা ভবনে এক অনুস্টানে তিনি বলেন,শুধু কর্মকর্তা কর্মচারীইই নয়,মন্ত্রীরা ও দুর্নিয়তি করছে,তাই ঘুষ না নিতে বলার সাহস তার নেই।

তিনি বলেন শিক্ষা অধিদফতর এর ভিবিন্ন কর্মকর্তা স্কুল ভিজিট যান স্কুলের অনেক সমস্যা থাকলে ও সেই রিপোর্ট ভালো দেখাতে স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে খামের মধ্যে টাকা দেয়,যাতে তাদের স্কুল এরর ভালো রিপোর্ট মন্ত্রণালয় যায়।

এ যেমন বাস্তবতার কাছে পরাজয় মানলেন এই শিক্ষা মন্ত্রী,পরে তিনি বলেন আমরা মন্ত্রীরা ও চোর।এসময় উপস্থিত কর্মকর্তা দের বলেন,ঘূষ নিতে পারে সহনীয় মাত্রায় নেন।

একপর্যায় তিনি বলেন সবাই চোর আমি নিজে ও চোর বলে দাবী করেন এই মন্ত্রী,বলেন আমাদের কে পরিবর্তন করতে হবে।

গত কয়েকদিন যাবত শিক্ষা মন্ত্রীর এই বক্তব্যকে সামাজিক মাধ্যেমে ভাইরাল করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রির এই ধরনের আলোচনা হয়ত তার মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা খুশি হয়েছে কিন্তু দেশের মানুষ খুশি হবে না,কারণ একজন শিক্ষা মন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না বলে, অনেক সংবাদ মাধ্যেমে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

কয়েক মাস আগে শাহবাগ এর ইমরান এইস সরকার এর সাথে তার মেয়ে কে বিবাহ দিয়ে এসেছিলেন বিতর্কে আবার,দুর্নিতি ও ঘূষ কে হালাল ঘোষণা করছেন এই মন্ত্রী।

১/১১ পরে বিনা নির্বচনে ক্ষমতায় আসেন এই মন্ত্রী,তার নির্বাচনী এলাকার মেইন রাস্তা সহ অনেক রাস্তা ঘাট চলাচলের অনুপযোগী হয়েছে।
এলাকাবাসীর দাবি সকল রাস্তাঘাট পূর্ননির্মাণ করা হউক।

গত কয়েক মাসে তার নিজ নির্বাচনী আসন অর্ধশত খুন ঘুম ধর্ষন এর মত জঘন্য ঘটনা ঘটেছে,নিজ দলের হিংস্র থাবায় প্রান গেছে কলেজ ছাত্র ও সাধারণ মানুষের।

সবার আগে সকল নিউজ পেতে আমাদের কে সাবস্ক্রাইব করুন।শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.