বাংলার মাটিতে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয়নি এবারো হবেনা

১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীরা শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাহীন পঙ্গু করে দিতে চেয়েছিলো.

সিটি টিভি নিউজ
০৯/০৪/২০১৮

স্বাধীনতার ঠিক ৪৭ বছর পর ঠিক একই কাজ করতে উঠে পড়ে লাগল মুক্তিযোদ্ধারাই.

মাননীয় স্পিকার তাহলে রাজাকার আর মুক্তিযোদ্ধাদের মধ্যে পার্থক্য কোথায় বলবেন প্লিজ...???

৫২ এর ভাষা আন্দোলন সফল.
৬৬ এর ছয়দফা দাবী সফল.
৬৯ এর গণ অভ্যূথান সফল.
৭১ এর স্বাধীনতার আন্দোলন সফল.
মাননীয় স্পিকার এই বাংলার মাটিতে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয়নি এবারো হবেনা ইনশাআল্লাহ.

মাননীয় স্পিকার কোটা আন্দোলন যদি চেতনা বিরোধী হয় তাহলে ৫২,,৬৬,,৬৯,,৭১ এর আন্দোলন ও চেতনা বিরোধী ছিলো.
কেননা প্রতিটা আন্দোলনই ছিলো অধিকার আদায়ের.

মাননীয় স্পিকার পাকিস্তান এবং তৎকালীন পূর্বপাকিস্তান(বর্তমান বাংলাদেশ) এর মধ্যে বৈষম্যকে তুলনা করতে একটা গরুকে উদাহরণ দেওয়া হয়ছিলো.
একটা গরুর পিছনের অংশ ছিলো পাকিস্তানিদের অনুকুলে যার কারনে বাচ্চা জন্ম দিবে পাকিস্তানে গরু দুধ দিবে পাকিস্তানে কিন্তু সামনের অংশ তথা গরুর মুখটা ছিলো বাংলাদেশের অভ্যান্তরে.
গরুকে ঘাস,,খড়,,ভূসি,,ভিটামিনসহ সবকিছু খাওয়াতে হতো বাংলাদেশকে.
অপরদিকে সুবিধা ভোগ করতো পাকিস্তানিরা.

মাননীয় স্পিকার ১লক্ষ সাধারণ শিক্ষার্থী পরীক্ষা দিলো আর সকাল বেলা খবর আসলো ১০০ টা আসনের মধ্যে ৫৬ আসন নিয়ে নিলো ৪% কোটাধারী.
তাহলে কি এটা সেই ৭১ সালের গরু চক্রটা নই.....????

মাননীয় স্পিকার এস,,এস, সি পাশ দুই টাকার কনস্টেবল এই দেশের সূর্য্যসন্তানদের গায়ে আঘাত করছে এরই নাম কি তাহলে চেতনা..???

অধিকার আদায়ের কথা বললে গুলি করে বুক ঝাঝরা করে দেওয়াটা কি মুক্তিযুদ্ধের শিক্ষা...??

চলছে চলুক চলবে ইনশাআল্লাহ.
আমাদের পূর্বপুরুষ গন আমাদের শিক্ষা দিয়ে গেছে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়.

https://www.cpagrip.com/show.php?l=0&u=148508&id=11339&tracking_id=

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.