এই ব্লগটি সন্ধান করুন

কোটা সংস্কারের দাবীতে পুলিশের গুলিতে নিহত ১,আহত শতাধিক

কোটা সংস্কারের দাবীতে পুলিশের গুলিতে নিহত ১,আহত শতাধিক



সিটি টিভি নিউজ

০৯/০৪/২০১৮

লেখক :তাজুল ইসলাম


এই দেশ  স্বাধীন হয়েছে লক্ষ শহিদের রক্তের বিনিময়ে,

সেই দেশে আজ স্বাধীন ভাবে কথা বলা যাবেনা।
অন্যায়ের প্রতিবাদ করা যাবে না।
ছাত্ররা তাদের দাবী আদায় এর জন্য রাজপথে  আন্দোলন করতে পারবে না।
আসলেই কি আমরা স্বাধীন দেশের জনগণ?
আসলেই কি আমরা গনতন্ত্র তে বিশ্বাসি,
না কি রাজতন্ত্র কায়েম করার ষড়যন্ত্র চলছে।

https://www.cpagrip.com/show.php?l=0&u=148508&id=15612&tracking_id=

এই ধরনের অনেক প্রশ্ন আমাদের বিবেক কে নারা দেয়,কিন্তু কি করবেন আমাদের টাকায় সরকার চলে পুলিশ চলে অত এব সেই পুলিশ যখন আমাদের ভাইএর উপর গুলি করে তখন অনেক কষ্ট হয়।
পুলিশ এর বা কি দোষ তাদেরকে ওয়ার্ডার দেওয়া হয় সরকার তরফ থেকে এই জন্য তারা সাধারণ জনগণ কে গুলি করার মত দুঃসাহস পায়।

এক মাঘে শীত যায় না,প্রতি বছর শীত আসে এই কথা ভুলে যাবেন না।

সর্বশেষ বলতে চাই আন্দোলনরত ছাত্র জনতা এদেশের সন্তান এরা আগামির ভবিষ্যৎ তাদের উপর গুলি না করে, আপনাদের হিংস্রু মন ও আপনার ছেলে কে গুলি করেন তখন হয়ত বুঝতে পারবেন একজন মা একজন বাবা এর কোল খালি করার ব্যাথা কেমন হয়।

নিহত ভাইদের আত্তার মাগফেরাত কামনা করি,আল্লাহ তাদের জান্নাতের মেহমান মর্যাদা দান করেন এবং আহত ভাইদের জন্য দোয়া করি তারা তাড়াতাড়ি সুস্থভাবে আবার আমাদের মাজে ফিরে আসবেন এই আশা করি।https://www.cpagrip.com/show.php?l=0&u=148508&id=15612&tracking_id=


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.