নিরাপদ পানি তৈরী করার সিস্টেম
আপনার এলাকায় যদি বন্যা হয়ে থাকে, তবে আপনি ও আপনার পরিবারের সবার সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি খুবই প্রয়োজনীয়।
সিটি টিভি নিউজ,১৮/০৮/২০১৭
***আপনার এলাকায় যদি বন্যা হয়ে থাকে, তাহলে আপনার বা এলাকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে অথবা মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে জানাতে পারেন।***
পানি বিশুদ্ধ করার দুটি উপায় জেনে নিন ডঃ নাতাশা এর থেকে -
১ম পদ্ধতিঃ ফুটিয়ে বিশুদ্ধ করা - সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
প্রয়োজনীয় জিনিসঃ
- পরিস্কার মোটা কাপড়
- পরিস্কার পাতিল
- আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় শুকনা লাকড়ি অথবা চুলা
বিশুদ্ধ করার ধাপঃ
১) যতটুকু সম্ভব পরিস্কার পানি সংগ্রহ করুন।
২) পরিস্কার মোটা কাপড়টি দিয়ে ছেঁকে নিন।
৩) অন্তত ২০ মিনিট ধরে ফোটান, যার মধ্যে কমপক্ষে ৫ মিনিট ধরে টগবগ করে ফুটতে হবে।
৪) বিশুদ্ধ এই পানি পরিস্কার পাত্রে সংরক্ষণ করুন এবং ঢেকে রাখুন।
ফোটানো এই পানি ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা নিরাপদ।
২য় পদ্ধতিঃ সূর্যের আলো ব্যবহার - আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ না পাওয়া গেলে এই পদ্ধতি ব্যবহার করে পানি বিশুদ্ধ করা যায়।
প্রয়োজনীয় জিনিসঃ
- পরিস্কার মোটা কাপড়
- প্লাস্টিকের স্বচ্ছ (রঙিন নয়) বোতল।
বিশুদ্ধ করার ধাপঃ
১) যতটুকু সম্ভব পরিস্কার পানি সংগ্রহ করুন।
২) পরিস্কার মোটা কাপড়টি দিয়ে ছেঁকে নিন।
৩) ছেঁকে নেওয়া পানি প্লাস্টিকের বোতলে ঢেলে নিন।
৪) পানি ভর্তি প্লাস্টিকের বোতলগুলো সরাসরি রোদ পড়ে এমন কোন জায়গায় (চাল অথবা ছাদ উত্তম স্থান) ৬ ঘণ্টা ধরে রেখে দিন।এভাবে ৬ ঘণ্টা রোদের নিচে থাকলে, সূর্যের অতিবেগুনি রশ্মি পানিতে থাকা অধিকাংশ রোগজীবাণু মরে যায়।
এছাড়াও, বৃষ্টির পানি সংগ্রহ করার উপায় থাকলে পরিস্কার পাত্রে জমিয়ে সেটিও ব্যবহার করতে পারেন।
২টি বিষয় অবশ্যই মনে রাখবেন -
১) পানি ফুটিয়ে বিশুদ্ধ করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
২) বিশুদ্ধ করা পানি খাওয়া ও সংগ্রহের জন্য অবশ্যই পরিস্কার পাত্র ব্যবহার করতে হবে।
বিশুদ্ধ পানি ব্যবহার করুন এবং নিরাপদে থাকুন।
এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও নিরাপদ থাকতে সাহায্য করুন। #আমরাই_পারি
https://youtu.be/QlE4PiUeBHQ
কোন মন্তব্য নেই