সাবেক শিবির নেতা অলিউর রহমানের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা!
সাবেক শিবির নেতা সুনামগঞ্জের ছাতক উপজেলার সেওতরপাড়া গ্রামের মোহাম্মদ রইছ আলীর ছেলে অলিউর রহমানের বিরুদ্ধে গত ১৮ মার্চ সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। পিটিশন মামলা নং ৭২/২০২৪.
মামলার আরজিতে সাবেক শিবির নেতা অলিউর রহমানের বিরোদ্ধে সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচি পালনের নামে নাশকতার অভিযোগ আনা হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করিয়া স্ব ফেইসবুক আই/ডি থেকে সরকারের বিরোদ্ধে মানহানিকর আপত্তিজনক ও বিভ্রান্তিমুলক তথ্য ও কথাবার্তা এবং বিকৃত ব্যঙ্গ্যত্নক ছবি প্রচার ও প্রকাশ করিয়া উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছেন। যাহা আইনতঃ দন্ডনীয় অপরাধ।
অনুসন্ধানে জানা যায়, ছাতক উপজেলা শিবিরের সাবেক নেতা অলিউর রহমানের বিরোদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। সূত্র: একে নিউজ
কোন মন্তব্য নেই