জাউফ এর উদ্যোগে ইউনিয়ন ব্যাপি মসজিদ ভিত্তিক খেজুর বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) কর্তৃক জালালাবাদ ইউনিয়ন ব্যাপি মসজিদ ভিত্তিক খেজুর বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
পবিত্র রমজান উপলক্ষে জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) কর্তৃক জালালাবাদ ইউনিয়ন ব্যাপি মসজিদ ভিত্তিক খেজুর বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) এর কেন্দ্রীয় কার্যালয়, ইসলামগঞ্জ, সদর,সিলেট এর অফিসে বেলা ১১ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন ব্যাপি ৪০টি মসজিদে খেজুর বিতরণ হয়।
সংগঠনের প্রত্যেক ওয়ার্ড কমিটির প্রতিনিধিগণ এসময় খেজুর গ্রহণ করেন। সভাপতি সাদ উদ্দিন খানের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক জনাব জাবেদ আহমদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আহমদ, স্বাগত বক্তব্য রাখেন জাউফের সহ-সভাপতি জনাব আরশ আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাউফের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব আনোয়ার হোসেন ( রেনু মিয়া),তাজুল ইসলাম, গোলাম রাব্বানী, আব্দুল আলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য,জাহেদ আহমদ,রাসেল আমহ, লায়েক মিয়া ৪নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি জনাব ফুল মিয়া,সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন, বক্তব্য রাখেন জনাব, লিয়াকত আলী, ইসলামগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আমিরুল ইসলাম, প্রমুখ।
খেজুর বিতরণে যারা আর্থিক, শারীরিক, সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তাদের সহ সংশ্লিষ্ট সকলের পিতা -মাতা পরিবার পরিজনের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিবেশন করেন মাওলানা আমিরুল ইসলাম। সভাপতি সাদ উদ্দিন খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই